সকল মেনু

প্রাণ ফ্রুটো-বিএসজেএ কাপ; কোয়ার্টার ফাইনাল লাইন আপ চূড়ান্ত

320130927153438 স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ২৭ সেপ্টেম্বর:  বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর আয়োজনে ও প্রাণ-আরএফএল গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় প্রাণ ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট ২০১৩ গ্রুপ পর্ব শেষে হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসজেএ এই তথ্য জানায়। গ্রুপ পর্বের শেষ দিন শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জিটিভি, মাছরাঙা, কালেরকণ্ঠ, রাইজিংবিডি ও ডেইলি স্টার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এদিন জিটিভি (৩৮/০) ৫ উইকেটে চ্যানেল ৭১ কে (৩২/৫), মাছরাঙা (৭৯/৪) ১ উইকেটে আরটিভিকে (৭৭/২), ঢাকা ট্রিবিউন (৮৯/১) ৪ উইকেটে বৈশাখী টিভিকে (৮৭/৪), কালের কণ্ঠ (১২০/১) ৯৩ রানে দি ইনডিপেন্ডেন্টকে (৩৭/৫), প্রথম আলো (৭১/০) ৫ উইকেটে ইত্তেফাককে (৭০/৪), রাইজিং বিডি (৩৩/০) পাঁচ উইকেটে নিউ নেশনকে (৩১/৫) ও ডেইলি স্টার (৯৯/১) ৮ রানে এটিএন নিউজকে (৯১/২) পরাজিত করেছে। নিউ এইজ বাংলাভিশনের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেয়েছে।ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বিসিবি’র অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হানিফ ভূইয়া ও মুশফিকুর রহমান মোহন।আগামী কালকের খেলা: সকাল সাড়ে ৯টায় ডেইলি স্টারের সঙ্গে চ্যানেল নাইনের খেলা অনুষ্ঠিত হবে। একই সময়ের অপর খেলায় জিটিভির মুখোমুখি হবে কালের কণ্ঠ। এছাড়া সকাল সাড়ে ১০টায় রেডিও টুডের প্রতিপক্ষ সমকাল এবং রাইজিংবিডির সঙ্গে মাছরাঙা টেলিভিশনের খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top