সকল মেনু

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৮ জন আটক

rajshahi-2720130927172048  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, ২৮ সেপ্টেম্বর:  রোববারের হরতালকে সামনে রেখে জামায়াত-শিবির সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ পুলিশের। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। যৌথ অভিযান চালায় নগর গোয়েন্দা ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ। নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান জানান, আগামী রোববার তাদের হরতাল পালনের ঘোষণা দেয়া আছে। সেই হরতালে পুলিশের ওপর আক্রমণ, বোমা হামলা, ভাঙচুরের পরিকল্পনার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মোহাম্মদপুর জামে মসজিদে জমায়েত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সাইফুর রহমান জানান, পুলিশ মসজিদে উপস্থিত হয়ে দেখতে পায় তারা বৈঠক করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মসজিদের বারান্দা ও বারান্দার সঙ্গে লাগানো একটি কক্ষে তারা বৈঠক করছিলে। আটক নেতাকর্মীদের সাংগঠনিক অবস্থান সম্পর্কে এসি সাইফুর রহমান বলেন, ‘তাদের থানায় আটক রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিক আমরা তাদের পরিচয় জানতে পারি নি।’ জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top