সকল মেনু

গোপালগঞ্জে ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রত্যাহারের প্রতিবাদে আইনজীবীদের আল্টিমেটাম

download (4) গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের আমলী আদালতের ক্ষমতা প্রত্যাহারের প্রতিবাদে আন্দোলনের হুমকি দিয়েছে আইনজীবীরা। আাগামী ২৪ ঘন্টার মধ্যে তারা এ আদেশ প্রত্যাহার করার আল্টিমেটাম দেয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা আইনজীবী সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া জেলায় বিচারক সংকটের কথা বিবেচনায় রেখে ওই ম্যাজিষ্ট্রেটকে অন্য কোনাও বদলী না করার জন্য ওই সভায় অনুরোধ করা হয়। আইনজীবীরা বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হোসেন একজন সৎ ও যোগ্য বিচারক। তাকে প্রত্যাহার করা হলে জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। গত ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে গোপালগঞ্জের কাশিয়ানি থানার আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম-এর আদালতের ক্ষমতা প্রত্যাহারের আদেশ দেন। আদেশটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আদেশটি কার্যকর হবে বলে পত্র উল্লেখ করা হয়।উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জের বাজারের এক খুচরা ব্যবসায়ির সাথে ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইলামের ভূল বোঝাবুঝির ঘটনা ঘটে। ওই সময় ম্যাজিষ্ট্রেটের ব্যক্তিগত রিভলবরের বাটের আঘাতে ওই ব্যবসায়ী ও স্কুল ছাত্রের মাথা ফেটে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top