সকল মেনু

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্কে ড. ইউনূস

unus0120130925093208 আছাদুজ্জামান, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে এক সেমিনারে অংশ নিলেন বিশিষ্ট নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। মঙ্গলবার নিউইয়র্কের জাতিসংঘ সচিবালয় ভবনে এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) ইনোভেশন ফোরামের আলোচনা সভায় অংশ নেন ড. ইউনূস। এমডিজি কর্মসূচির দিক নির্দেশনার জন্য নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের এ সেমিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। উল্লেখ্য, ২০১৫ সালের মধ্যে এমডিজি কর্মসূচির সাফল্য পেতে ২০১০ সালের জুন মাসে এমডিজি অ্যাডভোকেসি গ্রুপ প্রতিষ্ঠা করেন জাতিসংঘ মহাসচিব। ১৭ সদস্যের এ ফোরামের প্রধান রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অ্যাডভোকেসি গ্রুপের অন্য সদস্যরা হলেন কাতারের ফার্স্ট লেডি শাইখা মোজা, ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি, সিএনএন এর প্রতিষ্ঠাতা টেড টার্নার প্রমুখ। সেমিনারে উপস্থাপিত চারটি প্রকল্পের একটি উপস্থাপন করেন ড. ইউনূস। এর পাশাপাশি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) এর একটি বিশেষ অধিবেশনেও অংশ নেন ড. ইউনূস। ড. ইউনূস ছাড়াও এতে উপস্থিত ছিলেন জর্দানের রানী রানিয়া, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, বিল গেটসের স্ত্রী মেলিন্দা গেটস প্রমুখ। এছাড়া গত শুক্রবার ব্রডব্যান্ড কমিশনের কমিশনার হিসেবে ব্রডব্যান্ড কমিশনের ষষ্ঠ বার্ষিক বৈঠকে অংশ নেন ড. ইউনূস। পাশাপাশি গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস বাংলাদেশ এবং মেসিডোনিয়া সরকারের মধ্যে এক দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সহযোগিতামূলক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ড. ইউনূস। এর আগে নিউইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে গত ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ‘ইউএন গ্লোবাল কমপ্যাক্ট সামিট ২০১৩’তে অংশ নেন তিনি। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেখানেও সামাজিক ব্যবসার ওপর বক্তব্য রাখেন ড. ইউনূস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top