সকল মেনু

বৃষ্টি ভেজার অভিজ্ঞতা তারকাদের

 Binodon-1820130918080349 আফফা জামান, ঢাকা, ১৯ সেপ্টেম্বর:  চলচ্চিত্র কিংবা নাটকে অভিনয়ের ক্ষেত্রে তারকাদের অনেক সময় বৃষ্টি, নদী অথবা সমুদ্রের পানিতে ভিজতে হয়। এ নিয়ে সমস্যারও কমতি হয় না শুটিংয়ের সময়। তবে এসব শুটিং গুলো বেশির ভাগই হয় কৃত্রিম উপায়ে তৈরি করা বৃষ্টি দিয়ে। তারকাদের পানিতে ভিজে শুটিং করার ক্ষেত্রে নানা অভিজ্ঞতার বিষয় নিয়েই দিনের শেষে’র আজকের আয়োজন। ভিজে অভিনয় করার মজাই আলাদা -কেয়া  পানিতে ভিজে একটি ছবিতে আমার অভিনয়ের কাহিনী খুবই ভয়াবহ। ‘কঠিন বাস্তব’ ছবিতে পানিতে ভিজে অভিনয় করেছিলাম। এর জন্য আমাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে। ঐ ছবিতে নাসরিন ভিলেনের চরিত্রে অভিনয় করে। একটি দৃশ্যে আমাকে পানির মধ্যে চুবোয়। সেই সময় আমার কানের মধ্যে পানি ঢুকে গিয়েছিলো। এবং প্রচুর পানিও খেয়েছিলাম। এছাড়াও আমি আরো অনেক ছবিতে পানিতে ভিজে গানে অভিনয় করেছি। আমার প্রথম ছবিতেও বৃষ্টির গান ছিলো। বলতে গেলে আমার অভিনীত প্রায় সব ছবিতেই পানির দৃশ্য আছে। বৃষ্টিতে ভিজে গানের মধ্যে অভিনয় করার মজাই আলাদা। আমার খুব ভালো লাগে।
পানিতে ভিজে অভিনয় করে অসুস্থ হয়ে পড়েছিলাম

পানিতে ভিজে আমি অনেক ছবিতে অভিনয় করেছি। আমার প্রথম অভিনীত ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর মধ্যে একটি গানের পানিতে ভিজে অভিনয় হয়েছে। এবং সেই ছবির শুটিং এর ক্ষেত্রে একটা শট কয়েকবার দিতে হয়েছিলো আমাকে। তখন খবুই কষ্ট হয়েছিলো। এছাড়া এটা ছিলো আমার প্রথম ছবি। এর পর আরো অনেক ছবির মধ্যে পানিতে ভিজে গানে অভিনয় করেছি। তবে আমার পানিতে ভিজে অভিনয় করতে ভালো লাগে। কিন্তু তা যদি রাতের বেলায় হয় তাহলে খুব কষ্ট হয়। শীতের দিন থাকলেতো অবস্থা খুবই খারাপ।

-শাওন p-11
শুটিং করার সময় কৃত্রিম বৃষ্টির পানিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছিলাম। ছবির নাম ছিলো ‘আমার আছে জল’ছবিতে একটি পানির দৃশ্য অভিনয় করতে হয়েছে। সঙ্গে ছিলো ফেরদৌস, জাহিদ হাসান এবং লাক্স সুন্দরী মীম । শট নেয়ার পূর্বে আমি যখন পানির আয়োজককে জিজ্ঞাসা করলাম পানি রেডি কি না ? সে বললো সব রেডি আপা। শর্ট দেয়ার সময় প্রচুর আনন্দ করেছিলাম আমরা সবাই। হটাৎ আমার মনে হলো আশে পাশে কোন নদী কিংবা পুকুর নেই এত পানি কোথায় পেলো। পানি কোথায় পেয়েছে তাকে আবার জিজ্ঞাসা করার পর সে আমাদের পাশের একটা নোঙরা পুকুর দেখিয়ে দেয়। যেখানে ছিলো সমস্ত এলাকার ময়লা আবর্জনা। আমি দেখেই অসুস্থ হয়ে পরেছিলাম এবং রাতের বেলায় সবার জ্বর আসে এবং শরীরের মধ্যে ছোট ছোট গুটা দেখা দেয়। এই ঘটনার পর থেকে পানির কোন শট থাকলে আগে দেখে নেই পানি ভালো কিনা। এছাড়া প্রচুর নাটকে পানিতে অভিনয় করেছি। সে আমাদের পাশের একটা ময়লার শুটিং শেষ হওয়ার পর

অধিকাংশ বৃষ্টিই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়
-দিতি p-12
আমি বৃষ্টিতে ভিজে প্রচুর ছবিতে অভিনয় করেছি। পানিতে ভিজে অভিনয়ে অনেক সমস্যা হয়। কারণ পানি গুরো অধিকাংশ সময়ই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। পানিও তেমন ভালো থাকে না। একটি ছবির কথা আমার স্পষ্ট মনে আছে। ‘প্রেমের প্রতিদান’ ছবিতে সোহেল চৌধুরীর রিপরীতে ছিলাম। শীতের দিন ছিলো তখন এবং শুটিং ছিলো রাতের বেলায়। একটি গানের মধ্যে শট দেয়ার সময় যখন কৃত্রিম বৃষ্টি ছাড়া হলো তখন আমার কি যে অবস্থা হয়েছিলো, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসুস্থ হয়ে পরেছিলাম। এর পর যখনই আমাকে কোন ছবিতে পানির মধ্যে ভিজে অভিনয় করতে হতো তখন আমার সেই সৃতিটা মনে পরতো। এছাড়াও প্রেমের দাবি, নয়া তুফানসহ অনেক ছবিতে ভিজে অভিনয় করেছি।

ভিজতে ভালো লাগে কিন্তু রাতে হলে অবস্থা খারাপ

বৃষ্টি ভেজার অভিজ্ঞতা তারকাদের
আফফা জামান, ঢাকা, ১৯ সেপ্টেম্বর: চলচ্চিত্র কিংবা নাটকে অভিনয়ের ক্ষেত্রে তারকাদের অনেক সময় বৃষ্টি, নদী অথবা সমুদ্রের পানিতে ভিজতে হয়। এ নিয়ে সমস্যারও কমতি হয় না শুটিংয়ের সময়। তবে এসব শুটিং গুলো বেশির ভাগই হয় কৃত্রিম উপায়ে তৈরি করা বৃষ্টি দিয়ে।

তারকাদের পানিতে ভিজে শুটিং করার ক্ষেত্রে নানা অভিজ্ঞতার বিষয় নিয়েই দিনের শেষে’র আজকের আয়োজন।

ভিজে অভিনয় করার মজাই আলাদা
-কেয়া
পানিতে ভিজে একটি ছবিতে আমার অভিনয়ের কাহিনী খুবই ভয়াবহ। ‘কঠিন বাস্তব’ ছবিতে পানিতে ভিজে অভিনয় করেছিলাম। এর জন্য আমাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে। ঐ ছবিতে নাসরিন ভিলেনের চরিত্রে অভিনয় করে। একটি দৃশ্যে আমাকে পানির মধ্যে চুবোয়। সেই সময় আমার কানের মধ্যে পানি ঢুকে গিয়েছিলো। এবং প্রচুর পানিও খেয়েছিলাম। এছাড়াও আমি আরো অনেক ছবিতে পানিতে ভিজে গানে অভিনয় করেছি। আমার প্রথম ছবিতেও বৃষ্টির গান ছিলো। বলতে গেলে আমার অভিনীত প্রায় সব ছবিতেই পানির দৃশ্য আছে। বৃষ্টিতে ভিজে গানের মধ্যে অভিনয় করার মজাই আলাদা। আমার খুব ভালো লাগে।

পানিতে ভিজে অভিনয় করে অসুস্থ হয়ে পড়েছিলাম

পানিতে ভিজে আমি অনেক ছবিতে অভিনয় করেছি। আমার প্রথম অভিনীত ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর মধ্যে একটি গানের পানিতে ভিজে অভিনয় হয়েছে। এবং সেই ছবির শুটিং এর ক্ষেত্রে একটা শট কয়েকবার দিতে হয়েছিলো আমাকে। তখন খবুই কষ্ট হয়েছিলো। এছাড়া এটা ছিলো আমার প্রথম ছবি। এর পর আরো অনেক ছবির মধ্যে পানিতে ভিজে গানে অভিনয় করেছি। তবে আমার পানিতে ভিজে অভিনয় করতে ভালো লাগে। কিন্তু তা যদি রাতের বেলায় হয় তাহলে খুব কষ্ট হয়। শীতের দিন থাকলেতো অবস্থা খুবই খারাপ।

-শাওন p-11
শুটিং করার সময় কৃত্রিম বৃষ্টির পানিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছিলাম। ছবির নাম ছিলো ‘আমার আছে জল’। ছবিতে একটি পানির দৃশ্য অভিনয় করতে হয়েছে। সঙ্গে ছিলো ফেরদৌস, জাহিদ হাসান এবং লাক্স সুন্দরী মীম । শট নেয়ার পূর্বে আমি যখন পানির আয়োজককে জিজ্ঞাসা করলাম পানি রেডি কি না ? সে বললো সব রেডি আপা। শর্ট দেয়ার সময় প্রচুর আনন্দ করেছিলাম আমরা সবাই। হটাৎ আমার মনে হলো আশে পাশে কোন নদী কিংবা পুকুর নেই এত পানি কোথায় পেলো। পানি কোথায় পেয়েছে তাকে আবার জিজ্ঞাসা করার পর সে আমাদের পাশের একটা নোঙরা পুকুর দেখিয়ে দেয়। যেখানে ছিলো সমস্ত এলাকার ময়লা আবর্জনা। আমি দেখেই অসুস্থ হয়ে পরেছিলাম এবং রাতের বেলায় সবার জ্বর আসে এবং শরীরের মধ্যে ছোট ছোট গুটা দেখা দেয়। এই ঘটনার পর থেকে পানির কোন শট থাকলে আগে দেখে নেই পানি ভালো কিনা। এছাড়া প্রচুর নাটকে পানিতে অভিনয় করেছি। সে আমাদের পাশের একটা ময়লার শুটিং শেষ হওয়ার পর

অধিকাংশ বৃষ্টিই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়
-দিতি p-12
আমি বৃষ্টিতে ভিজে প্রচুর ছবিতে অভিনয় করেছি। পানিতে ভিজে অভিনয়ে অনেক সমস্যা হয়। কারণ পানি গুরো অধিকাংশ সময়ই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। পানিও তেমন ভালো থাকে না। একটি ছবির কথা আমার স্পষ্ট মনে আছে। ‘প্রেমের প্রতিদান’ ছবিতে সোহেল চৌধুরীর রিপরীতে ছিলাম। শীতের দিন ছিলো তখন এবং শুটিং ছিলো রাতের বেলায়। একটি গানের মধ্যে শট দেয়ার সময় যখন কৃত্রিম বৃষ্টি ছাড়া হলো তখন আমার কি যে অবস্থা হয়েছিলো, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসুস্থ হয়ে পরেছিলাম। এর পর যখনই আমাকে কোন ছবিতে পানির মধ্যে ভিজে অভিনয় করতে হতো তখন আমার সেই সৃতিটা মনে পরতো। এছাড়াও প্রেমের দাবি, নয়া তুফানসহ অনেক ছবিতে ভিজে অভিনয় করেছি।

ভিজতে ভালো লাগে কিন্তু রাতে হলে অবস্থা খারাপ

Binodon-1820130918080349

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top