সকল মেনু

ফরিদপুরে মধুমতি ও আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারন

ফরিদপুর প্রতিনিধি:

Faridpur pic-15-09-13

ফরিদপুরে পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদীর ভাঙ্গন তীব্র ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। ভাঙ্গন আতংকে রয়েছে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, আলিয়াবাদ, নর্থচ্যানেল ইউনিয়নের কয়েক হাজার পরিবার। এছাড়া ভাঙ্গনের কবলে পড়ে চরভদ্রাসন উপজেলার দুটি ইউনিয়ন, মধুমতি নদীর ভাঙ্গনে আলফাডাংগা উপজেলার পাচটি ইউনিয়ন ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে সদরপুর উপজেলার দুটি ইউনিয়নের কয়েকশ পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে মধুমতি নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় আলফাডাংগা উপজেলার পাচটি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক পরিবার গৃহহারা হয়েছে। উপজেলার গোপালপুর, বুড়াইচ, টগরবন্দ, পাচুরিয়া ও বানা ইউনিয়নে নদী ভাঙ্গন বর্তমানে তীব্র আকার ধারন করেছে। বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া এবং গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামের পুরোটাই এখন নদী গর্ভে। এসব এলাকার মানুষ বিভিন্ন স্থান ও বেড়িঁবাধে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করায় উপজেলার ৫টি ইউনিয়নের শত শত পরিবার বাড়ী ঘর ভেঙ্গে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

ভাঙ্গন কবলিত এলাকা গুলোতে স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করলেও ভাঙ্গন রোধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন না করায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ভাঙ্গন কবলিত মানুষের মাঝে। এদিকে, আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনের কবলে পড়ে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফসহ বেশকিছু স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। হুমকির মধ্যে রয়েছে ফরিদপুর-বরিশাল বন্যা নিয়ন্ত্রন বাঁধ। আড়িয়াল খাঁ’র ভাঙ্গন বাঁধ সংলগ্ন স্থানে চলে আসায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছে এসব এলাকার কয়েক হাজার মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top