সকল মেনু

বুধবার বিসিসি’র বাজেট ঘোষণা

BCC20130910230540বরিশাল আফিস, ১১ সেপ্টেম্বর :  আজ বুধবার বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে।

ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার বেলা ১১টায় নগরভবনে বাজেট ঘোষণা করবেন।
বিসিসি সূত্রে জানা গেছে, এবার ২৭৫ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হবে।
গত ১৫ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিজয়ী মেয়র আহসান হাবীব কামাল ৮ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। সাবেক মেয়র শওকত হোসেন হিরণ নির্বাচনের আগে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার।
মেয়র পদে এ পরিবর্তনের ফলে এবার বাজেট ঘোষণায় ৩ মাস বিলম্ব হয়েছে বলে বিসিসি সূত্র জানিয়েছে।
বিগত বছরগুলোর মতো এবারও অনুদান নির্ভর উন্নয়ন বাজেট ঘোষণা করা হচ্ছে। গত অর্থ বছরের বাজেটে অনুদান নির্ভর অনেক উন্নয়ন প্রকল্প অনুদান না পাওয়ায় বাস্তবায়ন করা যায়নি।
ওই প্রকল্পগুলোই আজ ঘোষিত বাজেটে আবারও অন্তর্ভূক্ত করা হচ্ছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের উন্নয়নে সমান অগ্রাধিকার দিয়ে বাজেট প্রনয়ন করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top