সকল মেনু

দেশব্যাপী ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার

হটনিউজ ডেস্ক:

১৫ দফা দাবিতে ডাকা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দেশব্যাপী চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির এবং বাংলাদেশ কাভার্ডভ্যান- ট্রাক- প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মুকবুল আহমদ৷

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাভার্ডভ্যান- ট্রাক- প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মুকবুল আহমদ, মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক চালক-শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির, জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, যুগ্ম সম্পাদক আরিফুল রহমান রুবেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top