সকল মেনু

বিনামূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেছে অগ্রণী ব্যাংক

Jamalpur Picture 06-09-13এম.এফ.এ মাকাম :  অগ্রণী ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) এর আওতায় জামালপুরের দুই হাজার পরিবারের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেছে। গত শুক্রবার বিকালে জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বরে চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা একে গোলাম কিবরিয়া। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা একেএম মুজিবুর রহমান, ময়মনসিংহ সার্কেলের উপ-মহাব্যবস্থাপক আব্দুল গফুর, ব্যাংকটির জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক আকতারুন নেছা, শেরপুরের সহকারী মহাব্যবস্থাপক সুরঞ্জন কুমার রায়, সোস্যাল প্রোগ্রেস সার্ভিসেস (এসপিএস) এর নির্বাহী পরিচালক আব্দুল মান্নান ভাসানী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. খলিলুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান জিন্না প্রমূখ। অনুষ্ঠান শেষে সদর উপজেলার দুই হাজার পরিবারের প্রত্যককে ২টি করে নিম, ৫টি করে কমলা, ৫টি করে বাউকুল ও ১৫টি করে স্ট্রবেরীর চারা বিতরণ করা হয়। অগ্রণী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) এর আওতায় বিনামূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে জামালপুর-শেরপুরের জনপ্রিয় বেসরকারি সংস্থা সোস্যাল প্রোগ্রেস সার্ভিসেস (এসপিএস)। বিশ্ব উষ্ণায়ন ও মনুষ্য সৃষ্ট কারনে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিশ্ব জলবায়ু বর্তমানে হুমকীর সন্মুখীন। বাংলাদেশ এই জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম। এ অবস্থা হতে উত্তরণের প্রধানতম উপায়গুলির অন্যতম পন্থা বৃক্ষ রোপন। বৃক্ষরোপনের মাধ্যমে শুধু জলবায়ু বিপর্যয় রোধই সম্ভব হয়না এতে জনগোষ্ঠির আর্থ সামাজিক মুনাফা অর্জনসহ খাদ্য ও পুষ্টি উন্নয়নের লক্ষ্য অর্জিত হয়। এসব বিষয়কে সামনে রেখে অগ্রণী ব্যাংক প্রকল্পটি হাতে নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top