সকল মেনু

কাল আজিমপুরে প্রধানমন্ত্রীর জনসভা

image_2097620130906144313নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৬ সেপ্টেম্বর :  বাংলার ঐতিহ্যবাহী বেত শিল্পের কারুকর্মে সেজেছে রাজধানীর লালবাগ-কোতয়ালি।

নদী মাতৃক বাংলার বর্ষার ভরসা নৌকা এখন শোভাবর্ধন করছে আজিমপুর গার্লস স্কুলের প্রধান ফটকে। ডিজিটাল ব্যানার ফেস্টুনে সাজ সাজ রব পড়েছে এলাকায়। উপলক্ষ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন।
ক্ষমতাসীন মহাজোট সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণায় ছেয়ে গেছে সংসদীয় নির্বাচনী-৭ আসনের অলিগলি।
শনিবার দুপুরে ঢাকা-৭ (লালবাগ-কোতয়ালী) আসনে অবস্থিত আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন উন্নয়ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিকেল সাড়ে ৩টায় আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।
লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের প্রধান বক্তা রাজধানীর লালবাগ-কোতয়ালী-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জানান, প্রধানমন্ত্রী লালবাগ-কোতয়ালী নির্বাচনী আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থাপনার উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতির আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রী ইডেন মহিলা কলেজের ১০ তলা ছাত্রী হোস্টেল উদ্ধোধন, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ সরকারিকরণ ঘোষণা, মিটফোর্ড জিআইএস বিদ্যুৎ (৩১) উপকেন্দ্র, প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধনসহ বহুতল বিশিষ্ট শহীদ নগর মাতৃসদন, ইসলামবাগ কমিউনিটি সেন্টার কাম মার্কেট, বহুতল বিশিষ্ট মাতৃসদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সভামঞ্চ পরিদর্শনে যান ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নেতৃত্বের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি (এপিএস) সাইফুজ্জামান শেখর ও লালবাগ-কোতয়ালী সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অন্যদিকে র‌্যাব, পুলিশসহ তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
চলতি মাসে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত ৩০ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top