সকল মেনু

জনগণের বন্ধু বা সেবক হিসেবে কাজ করব: সদরপুরের নবাগত ওসি সুব্রত গোলদার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সদরপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের সঙ্গে উপজেলার সর্বস্থরের সাংবাদিকদের আজ শনিবার সকালে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার বলেন, সদরপুরকে মাদক মুক্ত থানা হিসেবে ঘোষণা করা আমার প্রথম কাজ। এখন থেকে ডায়রি, অভিযোগ করতে আসলে কোন টাকা পয়সা লাগবে না।

তিরি আরও বলেন, কোন অবৈধ কাজ, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা বাদিয়ে যারা সমাজের সাধারণ লোকজনকে হয়রানি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জনগণের বন্ধু বা সেবক হিসেবে কাজ করব।

সদরপুর থানা ওসির সভাকক্ষে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মজিদ মিয়া, শিমুর তালুকদার, সাব্বির হোসেন, সাইদুর রহমান লাবলু, মো. হুমায়ুন কবির, প্রভাত কুমার সাহা, এম.এম. শাজাহান বাকী মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top