সকল মেনু

সাবেরের সঙ্গে বিতর্কে বসতে রাজি পাপন

saber-papon20130902230543স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ৩ সেপ্টেম্বর :  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তিনি বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর সাথে উন্মুক্ত বিতর্কে বসতে রাজি।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে নাজমুল হাসান পাপন বলেন,‘তিন-চার দিন আগে উনার সঙ্গে আমার বিমানবন্দরে দেখা হয়েছিল। আমি উনাকে পরিস্কার বলেছি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় আমি উনার সঙ্গে মুখোমুখি বসতে রাজি।’
বিসিবি সভাপতি পাপন আরও জানান, তিনি সাবের হোসেন চৌধুরীর বোর্ড ও গঠনতন্ত্র নিয়ে যে কোন প্রশ্নের জবাব দিবেন।
বিসিবির নির্বাচন নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘নির্বাচন অবশ্যই হবে এবং তা ঈদের আগেই। যেখানে ন্যুনতম যতটুকু সময় দিতে হয় সেটা আমাদের দিতেই হবে। নির্বাচন নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। আইসিসির বাধ্যবাধকতাও রয়েছে। তাদের দেয়া সময় আমরা পার করে ফেলেছি। বাংলাদেশের জন্য ওরা বাড়তি সময় দিয়েছে। এর মধ্যেই নির্বাচন সেরে ফেলতে হবে।’
গত ১২ আগস্ট কাউন্সিলর চেয়ে চিঠি দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি। কিন্তু এখনো সেই চিঠি দেয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি বলেন,‘এখনো তারিখ ঠিক না করলেও আমার দৃঢ় বিশ্বাস সাত আট দিনের মধ্যে চিঠিটা চলে যাবে। কাউন্সিল এবং এনএসসিতে তারিখ পাঠানোর পরে কত সময় লাগে এই হিসাব এখনো করা হয়নি। এই মাসের মধ্যে নির্বাচন করার ইচ্ছা আমাদের। সম্ভব না হলে হয়তো অক্টোবরের সাত-আট তারিখ নাগাদ হতে পারে।’
আইসিসির প্রতিনিধি দলের সফর ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্যও নির্বাচনের কাজে কিছুটা দেরি হয়েছে বলে দাবি করেন নাজমুল হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top