সকল মেনু

ফরিদপুরে দোকান বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ

হটনিউজ ডেস্ক:

ফরিদপুরের সালথা উপজেলায় লকডাউন চলাকালে বাজারের একটি দোকান বন্ধ করাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। বিকেলে সালথা বাজারে ওই দোকান বন্ধ করা নিয়ে সালথা উপজেলা সহকারী ভূমি কমিশনার হীরা মনির সঙ্গে দোকান মালিকের বাগবিতণ্ডা হয়। এসময় এসিল্যান্ডের সঙ্গে থাকা এক ব্যক্তি দোকানদারকে পেটালে স্থানীয়রা তাদের ধাওয়া করে।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সেসময় পুলিশের এসআই মিজানসহ দুজন আহত হন। পরে সেখান থেকে তারা চলে গেলে দোকানদার-এলাকাবাসী মিলে সালথা থানা ও উপজেলা পরিষদে হামলা চালায়।

বিক্ষুব্ধরা উপজেলা চেয়ারম্যানের বাড়িতেও হামলা চালায়। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top