সকল মেনু

কুষ্টিয়ার চার উপজেলায় ২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায়

Kushtia-1কাঞ্চন কুমার,কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত এক মাসে ২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। সার বিক্রয় বিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ার ৪ উপজেলার বিসিআইসি ডিলার এবং সার বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন টিম প্রায় একমাস ব্যাপী অভিযানকালে এ জরিমানা আদায় করেছে। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আমিন, কৃষি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে বিত্তিপাড়া বাজারের বিসিআইসি সার ডিলার আক্কাস আলীকে ১০ হাজার টাকা, আলামপুরের কামরুজ্জামানকে ১০ হাজার টাকা, ভাদালিয়া বাজারের আব্দুল হান্নানকে ৩০ হাজার টাকা, দহকুলার রবজেলকে ৩০ হাজার টাকা এবং অলিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে পৌর এলাকার আব্দুস সামাদকে ৪০ হাজার টাকা এবং জুনিয়াদহ বাজারের তিন সার ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিকের নেতৃত্বে আমলা বাজারের আশরাফ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং বেলাল হোসেনকে ২ দফায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল এবং উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে মথুরাপুর বাজারের কিয়ামত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খোকসা এবং কুমারখালি উপজেলায় অভিযান পরিচালনা করছেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা। তবে ওই দুই উপজেলায় বিধি লঙ্ঘনের ঘটনা না ঘটায় কাউকে জরিমানা করা হয়নি। তবে বিসিআইসি ডিলার এবং বিক্রয় প্রতিনিধিদের বিধি সম্মতভাবে সার বিক্রি করার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম আহম্মেদ এবং কুমারখালি উপজেলা কৃষি কর্মকর্তা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ লুৎফর রহমান জানান, অধিক মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি, বিক্রয় লাইসেন্স না থাকা, সার মজুদ করার মতো গুদাম না থাকা এবং অতিরিক্ত সার মজুদের বিরুদ্ধে কুষ্টিয়ার ৬ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top