সকল মেনু

ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

Russia-L20130829151828 ডেস্ক রিপোর্ট ,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা, ৩০ আগস্ট:  রাশিয়া ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে তাদের প্রধান মিত্র সিরিয়াকে সাহায্য করতে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে সিরিয়ার বিরুদ্ধে।
জাতিসংঘ প্রতিবেদন জমা দিলেই অভিযান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠালো রাশিয়া। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।
রাশিয়ার সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, সিরিয়ায় সংঘাতের স্পষ্ট ইঙ্গিত পাওয়ার পরই সেখানে ওই দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরীয় সরকার বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে। তবে সিরিয়ার প্রধান মিত্রশক্তি রাশিয়া সেখানে কোনো ধরনের সেনা অভিযান চালানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আসাদ বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ নেই।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top