সকল মেনু

বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব!


স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানের উদ্ধত আচরণে রীতিমতো হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেয়া সাকিব আইপিএল খেলতে শ্রীলংকা সফর থেকেও ছুটি নিয়েছেন।

আইপিএলের জন্য শ্রীলংকা সফর থেকে সাকিবের ছুটি নেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপির জন্য জাতীয় দলকে অবজ্ঞা করায় সাকিবের ওপর রীতিমতো ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই ধরেই নেয়া যায় ক্রিকেট বোর্ডের আসন্ন চুক্তিতে থাকছেন না সাকিব।

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি মনে করি না যে, সাকিব কেন্দ্রীয় চুক্তিতে থাকবে। কারণ আমরা সারা বছর উভয় সংস্করণের জন্যই খেলোয়াড়দের ধরে রেখেছি। তবে শ্রীলংকা সফরের পরিবর্তে আইপিএলে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরে আমরা অন্যভাবে দেখছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top