সকল মেনু

মংলায় লবণমুক্ত পানির প্লান্ট নির্মাণ

download (4)মংলা প্রতিনিধি:লবণ পানি অধ্যুষিত দক্ষিণ-পশ্চিম উপকূলের মংলায় সুপেয় পানির চাহিদা মিটাতে নির্মাণ করা হয়েছে লবণমুক্ত পানির প্লান্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে’র আওয়ায় ৪২ লাখ টাকা ব্যয়ে এ প্লান্টটি নির্মিত হয়েছে। গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের পর তা লবণমুক্ত করে সুপেয় খাবার পানি হিসেবে সরবরাহ করা হবে। এ প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ৮ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন হবে। আজ মঙ্গলবার দুপুরে মংলার সোনাইলতলা এলাকায় নির্মিত এ প্লান্টের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top