সকল মেনু

অন্যের উপকার করলে আয়ু বাড়ে

community-helping-hands20130827021832 হটনিউজ ডেস্ক ঢাকা, ২৭ আগস্ট : দীর্ঘজীবী হতে কে না চায়? কিন্তু কীভাবে লাভ করবেন দীর্ঘ জীবন? সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা জানালেন দীর্ঘজীবী হওয়ার মূলমন্ত্র।

এজন্য নিজেকে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে বললেন গবেষকরা।
তারা জানান, পরোপকারে মানুষের আয়ু বেড়ে যায়। টাইম অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইংল্যান্ডের গবেষকরা জানান, যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্তকে খাদ্য দেন, পীড়িতের সেবা করেন, তারা মানসিক ও শারীরিকভাবে উপকৃত হন। আত্মকেন্দ্রিক স্বভাবের বদলে পরোপকার মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে।
গবেষকদের দাবি, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তাদের কম বয়সে মৃত্যুহার স্বেচ্ছাসেবকের কাজ না করা ব্যক্তিদের তুলনায় ২২ শতাংশ পর্যন্ত কম হতে পারে।
এ প্রসঙ্গে গবেষক সুজান রিচার্ডস বলেন, পরোপকার মানুষকে বিষন্নতা থেকে মুক্তি দিয়ে জীবনের ভালো দিকগুলো সম্পর্কে সচেতন করে তোলে। মানুষের উপকার করলে মানসিক শান্তির পাশাপাশি সামাজিকতা ও বন্ধুত্ব বাড়ে।
মূলত মানসিক প্রশান্তিই মানুষকে দীর্ঘজীবী হতে সাহায্য করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top