সকল মেনু

স্ত্রীর মামলায় মেজর কারাগারে

8e93d2334760c092b540f88acfef3289_XLআদালত প্রতিবেদক:স্ত্রী দায়ের করা যৌতুকের মামলায় র‌্যাব-১ এর সাবেক সিইও মেজর সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর কারাগারে পাঠানোর এ আদেশ দেন। র‌্যাবের সাবেক এই কর্মকর্তা বর্তমানে মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত আছেন। মেজরের স্ত্রী হলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক কিশোয়ারা সুলতানা সালমা। গতকাল আদালতে আত্মসমর্পণ করে এই মেজর জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন। গত ২৫ জুলাই এই মেজরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন তার স্ত্রী। মামলায় অভিযোগ করা হয়, গত ২২ জুলাই মেজর তার স্ত্রীর কাছে দশ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় গুলশান-১ কিশোয়ারার নিজ বাসায় মেজর তাকে মারধর করে। মামলা দায়েরের পর আদালত মেজরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে মেজর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হয় গত রোববার। পরে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন আবেদন করলে হাকিম তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top