সকল মেনু

খুলনার ১৭টি রুটে আজ থেকে সড়ক অবরোধ

5209da52a305d-Meherpu-220130825173043হটনিউজ২৪বিডি.কম,খুলনা, ২৬ আগস্ট : খুলনা বিভাগের ১৭টি রুটে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।
নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভটভটিসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধের দাবিতে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে।
এ নিয়ে গত বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির কার্যকরী সভাপতি মিরাজ হোসেন।
এতে বক্তব্য দেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা, সহ-সভাপতি কাজী এনায়েত আলী, আবুল কালাম আজাদ কামাল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব প্রমুখ।
এ সভা থেকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে যৌথভাবে সড়ক অবরোধ কর্মসূচির আহ্বান করা হয়।
আল্টিমেটামের মধ্যে তাদের দাবি না মানায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি শুরু হচ্ছে।
এ ব্যাপারে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা হটনিউজকে বলেন, খুলনা বিভাগের ১৭টি রুটে নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভটভটিসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ না হওয়ায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি দেয়া হয়েছে।
এসব যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, কর্মসূচি চলাকালে মোটর সাইকেলও চলতে দেয়া হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top