সকল মেনু

১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা

হটনিউজ ডেস্ক:

বিশ্বের ১ কোটি ৮০ লাখ ২ হাজার সাড়ে আটশ’র বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৯২১ জনের।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে তালিকায় শীর্ষেই রয়েছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯পজিটিভ রোগীর সংখ্যা প্রায় ২৭ লাখ ৮০ হাজার। মৃত্যু ১ লাখ ৩০ হাজার আটশ’র কাছাকাছি।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬০ হাজার সাতশ’র বেশি মানুষের।

রাশিয়ায় ৬ লাখ ৫৪ হাজার ৪০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশটি। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩৭ জন।

চতুর্থ স্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ২২০। মৃতের সংখ্যা ১৭ হাজার আটশ’ পেরিয়েছে।

যুক্তরাষ্ট্র রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ১৩ হাজার ৪৮৩ জন। মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৯০৬ জনের।

২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮ নম্বরে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৮ জনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top