সকল মেনু

বিশ্বজিৎ হত্যা মামলা: সাক্ষ্য দিলেন সিগারেট বিক্রেতা

biswaআদালত প্রতিবেদক:পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় এবার সাক্ষ্য দিয়েছে জাকির হোসেন নামের এক সিগারেট বিক্রেতা। গতকাল ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান সাক্ষ্য গ্রহন শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেন। সাক্ষি জাকির হোসেন তার জবানবন্দিতে আদালতকে বলেন,‘ গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচি ছিল। সকাল সাড়ে আট টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা (ছাত্রলীগ) একটি মিছিল রায়সাহেব বাজারের দিকে যেতে দেখি। ওই মিছিলটি আবার ভিক্টোরিয়া পার্কের সামনে আসলে একটি বোম বিস্ফোরিত হয়। এরপর দেখি একটি ছেলেকে জগন্নাথের ছাত্ররা ধাওয়া করে ডেন্টাল ক্লিনিকের দোতলায় নিয়ে পেটায়। কিছুক্ষণ পরে একটি ছেলে আমার দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। পরে এসে শুনি ছেলেটির নাম বিশ্বজিত। পরে টেলিভিশনে ওই ছেলেকে মারার দৃশ্য দেখি।’ এর আগে গত ১২ আগস্ট হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। এছাড়া গত ১৪ জুলাই এ মামলার বাদী সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন।

এ হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে আট আসামি কারাগারে আছেন। কারাগারে থাকা আট আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। এরা হলেন রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এ এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা এবং গোলাম মোস্তফা। আর পলাতক রয়েছেন ১৩ আসামি। এরা হলেন মামলায় পলাতক ১৩ আসামি হলেন রাজন তালুকদার, ইউনুস আলী, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, রফিকুল ইসলাম, কামরুল হাসান, তারিক বিন জোহর তমাল, মনিরুল হক পাভেল ও মোশাররফ হোসেন। গত ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অধিবেশন-১ এ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ বদলির এক প্রজ্ঞাপন জারি করে। গত ২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক এ মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এ মামলার ২১ আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার কর্মী। এ মামলায় ১৩ আসামি পলাতক রয়েছেন। গত ৫ মার্চ এ হত্যা মামাটিতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নীরিহ দর্জি ব্যবসায়ী বিশ্বজিত দাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top