সকল মেনু

মংলা শহর প্লাবিত

images (22)মংলা প্রতিনিধি:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে মংলা শহর ও শহরতলীর নিন্ঞ্চল প্লাবিত হয়েছে। শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। এদিকে বৃষ্টিপাতের কারণে বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top