সকল মেনু

শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যেগে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনের মধ্যদিয়ে বিদসের কর্মসূচী শুরুহয়। এরপর সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদের সামেনে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্ণেল অব শওকত আলী এমপি, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর ১-আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, আর্ন্তজাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের অতিরিক্ত এটর্নী জেনারেল এডভোকেট সুলতান মাহমুদ সীমন, জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ রব মুন্সি, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা আ’লীগের সভাপতি আবদুর রব মুন্সি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবুল ফজল, বাংলাদেশ আ’লীগ উপ কমিটির সহ সম্পাদক ইকবাল হোসেন অপু, রPic- 15ফিকুল ইসলাম কোতোয়ালসহ জেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top