সকল মেনু

শেরপুরে হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল, যানবাহন ভাঙচুর

top_79392013-07-13_1373715552মো:আব্দুর রশিদ শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যানবাহন ভাঙচুর আর বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে জামায়াতের ডাকা টানা ৩৬ঘন্টার হরতাল পালিত হয়েছে। দলের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ডাকা দ্বিতীয় দিনের হরতাল কর্মসূচি সফল করতে সকাল থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ও হামছায়াপুর এলাকাসহ একাধিক পয়েন্টে দলের নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় হরতালের সমর্থনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের পিকেটিং করতে দেখা যায়। একপর্যায়ে বেলা ১১টার দিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব দবিবুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে গত মঙ্গলবার রাতে গাড়ীদহ ও হামছায়াপুর এলাকায় বিচ্ছিন্নভাবে হরতাল সমর্থকরা ইটপাটকেল ছুঁড়ে বেশ কয়েকটি যানবাহনের ভাঙচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। আজ হরতাল চলাকালে দূর পালার কোন যান চলাচল করতে দেখা যায়নি। তবে সীমিত আকারে রিকসা-ভ্যান চলাচল করতে দেখা গেছে। মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বল্প সংখ্যক ছোটখাটো দোকানপাট খোলা ছিল। এছাড়া সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল না বললেই চলে। ফলে লেনদেনও তেমন একটা হয়নি। হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের একাধিক পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top