সকল মেনু

ডিআইজি পার্থ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন

হটনিউজ ডেস্ক:
দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন দুদকের করা মামলায় গ্রেফতার সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক। এ ছাড়া মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করার চেষ্টাসহ সাক্ষীদের প্রভাবিত করারও চেষ্টা করছিলেন তিনি।

পার্থকে সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সালাহউদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করে এসব কথা উল্লেখ করেন।
এদিকে বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এর আগে রবিবার বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top