সকল মেনু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়া রোহিঙ্গা আটক

হটনিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়া রোহিঙ্গাকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর এক বিবৃতিতে এ তথ্য জানান।

গত ২৪ জুন কেদাহ এলাকা থেকে ৪১ বছর বয়সী ওই রোহিঙ্গাকে (৪১)কে আটক করা হয়। এছাড়া বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করেছে বুকিত আমান স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেরোরিজম।
অভিযুক্ত ওই রোহিঙ্গা মালয়েশিয়ার একটি নির্মাণাধীন সাইটে কাজ করতো। সে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) এর সমর্থক। সামাজিক যোগাযোগ অ্যকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করায় তাকে আটক করা হয়।

এর আগেও তিনবার ওই রোহিঙ্গাকে ভিন্ন ভিন্ন অভিযোগে আটক করেছিল মালয়েশিয়ার পুলিশ। ১৯৯৭ সালে মালয়েশিয়ার অবৈধ প্রবেশের জন্য, ২০১২ সালে ভুয়া ভ্রমণের নথি ব্যবহারের জন্য এবং ২০১৫ সালে মানবপাচার কার্যক্রমে যুক্ত থাকার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top