সকল মেনু

হত্যাকারীরা সংগঠিত হয় ‘007’ ফেসবুক গ্রুপের মাধ্যমে, স্ক্রিনশট ফাঁস

 হট নিউজ ২৪

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার ঘটনায় নিত্য নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি এ ঘটনায় অভিযুক্তদের ফেসবুকে কথোপকথন প্রকাশ্যে এসেছে। রিফাতকে হত্যার পরিকল্পনার বিষয়েও সেখানে কথা হয়। হত্যাকাণ্ডে অংশ নিতে সেখানে অস্ত্র নিয়ে আসার বিষয়েও নির্দেশনা দেয়া হয়।

ফেসবুকের ওই গ্রুপটির নাম ‘007’। ধারণা করা হচ্ছে হলিউডের জনপ্রিয় থ্রিলার মুভি জেমস বন্ড সিরিজের কোড ‘007’ এর সাথে মিল রেখে গ্রুপটি তৈরি করা হয়। গ্রুপের প্রোফাইলেও সাম্প্রতিক জেমস বন্ড খ্যাত ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ক্রেগের ছবিও আছে। এই গ্রুপের প্রধান নয়ন বন্ড। আর সেকেন্ড ইন কমান্ড রিফাত ফরাজী। ফেসবুক গ্রুপে পরিকল্পনাকারীদের কথোপকথনের কিছু স্ক্রিনশটে লেখা ছিল:
রিফাত ফরাজী: ‘007’ এর সবাইরে কলেজে দেখতে চাই।

মোহাম্মদ: কোথায়?

(কথোপকথনের এই পর্যায়ে সাগর যোগ দেন এবং রিফাত ফরাজীর প্রস্তাবে ‘বিজয় চিহ্ন’র ইমো দেন)

মোহাম্মদ: কোথায় ভাই, রিফাত ফরাজী?

রিফাত ফরাজী: (দায়ের ছবি দিয়ে) পারলে এইটা সহ।

মোহাম্মদ: দা নিয়া আমুনে।

গত বুধবার সকালে বরগুনা সরকারী কলেজ রোডে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা যাতে পালাতে না পারে সে জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top