সকল মেনু

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বিজয়ের মাসে নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা উন্নয়ন চান নাকি যারা জ্বালাও-পোড়াও, মানুষ পুড়িয়ে হত্যা, খুন, মানি লন্ডারিং, টাকা আত্মসাৎ, গ্রেনেড হামলা করে তাদের ভোট দিবেন। রোববার সন্ধ্যায় ৭টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আপনাদের ভোটে আমরা জয়ী হয়ে সরকার গঠন করেছিলাম। দশ বছরে আমরা যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম দিন বদলের সনদ তা কার্যকর করেছি। মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। মানুষের খাদ্য, কর্মস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন করেছি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের রোল মডেলে বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।তিনি বলেন, সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হবে, ক্ষুধামুক্ত দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দিন।এসময় দিনাজপুর সদর আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইকবালুর রহিমকে হাত উঁচু করে উপস্থিত নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
এর আগে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় চিরিরবন্দরের আমবাড়ীতে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। এরপর কাহারোলের দশমাইল, চিরিরবন্দরের রানীবন্দরে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগ সভাপতি শোভন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top