সকল মেনু

শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নয়ন করা যায় না : প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নয়ন করা যায় না, আজকে বাংলাদেশে যে আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে তার জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করেছি। পার্বত্য চট্টগ্রামে আর কোনো সংঘাত নয়, শান্তির মধ্য দিয়ে আসবে সমৃদ্ধি।আজ রবিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘সরকার শান্তি চুক্তির অধিকাংশই বাস্তবায়ন করেছে, বাকীগুলোও বাস্তবায়ন করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন করে দেয়া হয়েছে। ভূমি কমিশনকে পার্বত্যবাসীর সহায়তা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা বাতিল করা হলেও পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য অগ্রাধিকার দিতে পিএসসিকে নির্দেশনা দেয়া আছে।’

শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি মোতাবেক তাদেরকে আমরা পুনর্বাসন করি। চুক্তি অধিকাংশই আমরা বাস্তবায়ন করেছি। তবে এখনো কিছু চলমান রয়েছে। এর বাইরেও আমরা সার্বক্ষণিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে দিয়েছি। রাস্তাঘাটের উন্নয়ন করেছি। যার ফলে আর্থসামাজিক ভাবে মানুষ উন্নয়ন হয়েছে। সারা বাংলাদেশে আমরা যে উন্নয়ন করেছি, পার্বত্য চট্টগ্রামে আরো বিশেষভাবে বরাদ্দ দিয়েছি, প্রকল্প দিয়েছি। দুই দশকে এই অঞ্চল অবহেলিত ছিল। তাই আমরা সাধ্যমতো চেষ্টা করে সেখানে আমরা বরাদ্দ দিয়েছি।’

কোটার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোটা বাতিল করা হলেও পিএসসিকে বলে দেওয়া হয়েছে যেন পার্বত্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়। ২০ বছর পার্বত্য চট্টগ্রামের মানুষ সর্বোচ্চ অবহেলিত ছিলো। ২০ বছরের বঞ্চনা পূরণের জন্য বিশেষ করে বরাদ্দ দিয়ে দিয়ে কলেজ, স্কুল, রাস্তাঘাট করে দিয়েছি। এই অঞ্চলের আরো উন্নয়ন আমরা চাই। এই এলাকায় উন্নয়নে আর কি কি করণীয় সেই প্রস্তাবনা আপনারাও আনতে পারেন যেন আমরা সেসব বাস্তবায়ন করতে পারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top