সকল মেনু

মেয়র আরিফুলকে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার রাত দশটার দিকে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনের মোড়ে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের উপপরিচালক দেবব্রত রায় বলেন, ফয়জুর রহমান রাজু নামের একজন মারা গেছেন। বাকি দু’জন ওয়ার্ডে ভর্তি আছেন।

ছাত্রদল সূত্র জানায়, ফয়জুর রহমান রাজু (২৮) মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিকের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে বাসার সামনে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় গেটের পাশে অবস্থান নেয়া ছাত্রদলের আরেকটি বলয়ের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের এক জন নিহত ও পদবঞ্চিত দুইজন কর্মী আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়। রাত ১০টায় ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও সংঘর্ষের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top