পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ৩১ পরিবারের ঘর নির্মাণ কাজের সূচনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানিউল ফেরদৌস।শুক্রবার (১০ আগস্ট) শুক্রবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়ন ৩১ পরিবারে এই ঘর নির্র্মাণের কাজের শুরু করেন।ভাঙ্গাচোড়া ছাপড়া ঘর। কোন মতো ছন বা টিন দিয়ে তৈরি ঘরটি। ঠিকমত বেড়াও নাই। শীত বর্ষায় কষ্টেই কাটে দিনকাল। স্বপ্ন থাকে ঘরটা ভালো করার। জমি থাকলে অর্থের অভাবে সামর্থ হয় না। সরকার সেই গৃহহীনদের জন্য সরকারি ভাবে ঘর নির্মাণ উদ্যোগ নিয়েছেন। ” জমি আছে ঘর নাই” প্রকল্পের আওতায় এই কাজের সূচনা করলেন নির্বাহী অফিসার মোঃ সানিউল ফেরদৌস।এর পর পরিদর্শনকালীন উপকারভোগী তিনটি পরিবারকে সাময়িক খাদ্য সহায়তা ও শাড়ি লুঙ্গিও প্রদান করা হয়। উপকারভোগীরা হলো রওশনপুরের প্রতিবন্ধী কাজীবুদ্দিন, যোগীগছের গ্রামের বিধবা সামিনা ও বকশিপাড়ার মজিবর রহমানের পরিবার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।