সকল মেনু

অস্ট্রেলিয়া পেনাল্টি থেকে গোলে ডেনমার্ককে রুখে দিল

স্পোর্টস ডেস্ক: মাইল ইয়েডিনাকের গোলে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। ডেনমার্ককে রুখে দিয়ে এবারের আসরে প্রথম পয়েন্ট পেল তারা। সামারায় বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। সামারা অ্যারেনায় বৃহস্পতিবার সপ্তম মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। নিকোলাই ইয়োরগেনসেনের কাছ থেকে বল পেয়ে ম্যাথিউ রায়ানকে পরাস্ত করেন ক্রিস্টিয়ান এরিকসেন।দেশের হয়ে টটনেহ্যাম হটস্পার মিডফিল্ডার এরিকসেনের সবশেষ ১৫ ম্যাচে এটি ত্রয়োদশ গোল।

২৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ইয়োরগেনসেনের সামনে। তবে সঙ্গে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে তার হেড লক্ষ্যে থাকেনি।ডেনমার্কের রক্ষণে দারুণ চাপ তৈরি করা অস্ট্রেলিয়া ৩৮তম মিনিটে সমতা ফেরায়। স্পট কিক থেকে এবারের আসরে দেশের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়েডিনাক। এ নিয়ে বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে গোল পেলেন তিনি, তিনটিই স্পট কিক থেকে।ম্যাথিউ লেকির হেড ইউসুফ ইউরারি পৌলসেনের হাতে লাগলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি।সার্বিয়ার মিলান দুদিচের (২০০৬) পর পৌলসেনের জন্য বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি পেল প্রতিপক্ষ। ডেনিশ এই ফরোয়ার্ডের ফাউলের জন্য আগের ম্যাচ পেনাল্টি পেয়েছিল পেরু। তবে গোল করতে পারেনি তারা।

গত নভেম্বরের পর এই প্রথম ডেনিশদের জালে গেল বল। সব মিলিয়ে ৫৭২ মিনিট পর গোল খেল ডেনমার্ক। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে পিওনে সিস্টো বিপজ্জনক জায়গায় বল পেলেও লক্ষ্য রাখতে পারেননি শট। দুই মিনিট পর অস্ট্রেলিয়ার ভাল একটি আক্রমণ ব্যর্থ করে দেন ইয়েনস লারসেন।৭৬তম মিনিটে দুই জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ম্যাচ জুড়ে দারুণ খেলা লেকি। কিন্তু দুর্বল শট নিয়ে ভাল একটি সুযোগ হাতছাড়া করেন এই ফরোয়ার্ড।এবারই প্রথম অস্ট্রেলিয়া-ডেনমার্কের কোনো ম্যাচ ড্র হল। আগের তিন ম্যাচের দুটিতে জিতেছিল ডেনমার্ক, অন্যটি অস্ট্রেলিয়া।নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ১-০ গোলে হারায় ডেনমার্ক। ১৯৮৬ আসরের পর প্রথমবারের মতো শুরুর দুই ম্যাচে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পারল না তারা।

ফ্রান্সের কাছে ২-১ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে টানা চার হারের পর ড্র করতে পারল তারা।

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে ডেনমার্ক। একই সময়ে পেরুর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top