সকল মেনু

চিরিরবন্দরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর রাণীরবন্দর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসীসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৪ই জুন) দুপুরে বাজার মনিটরিংকালে অংশ নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ পুলিশের একটি দল।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা: মমতাজ বেগম জানান, মূল্য তালিকা প্রকাশ না করায় রাণীরবন্দর বাজার এলাকায় হোটেল নাঈম ও মৌচাককে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা,খাবার পেপার দিয়ে ডেকে রাখায় লাকী হোটেলকে দুই হাজার টাকা ও খাবারের ফ্রিজে ঔষুধ রাখায় ইসলাম মিষ্টান্ন ভান্ডারকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রয় করায় খিতিশ চন্দ্র আয়ুর্বেদিক ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top