সকল মেনু

বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিএসএফের কাবাডি দল এখন বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে এক প্রীতি কাবাডি ম্যাচ খেলতে বিএসএফের ১৭ সদস্যের একটি দল শনিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আরো জোরদার করতে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশেই। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, আগামী ২৪ এপ্রিল ঢাকার পিলখানায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি কাবাডি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে এই প্রীতি কাবাডি ম্যাচ সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে বড় ভুমিকা রাখবে বলে জানান তিনি। এর আগে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টে আসলে ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএসএফের ১৭ সদস্যের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসি) জগপাল সিং। আগামী ২৫ এপ্রিল প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবেন বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top