সকল মেনু

প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর জন্য ৪১ উপহার নিয়ে বুধবার আসছেন

হটনিউজ ডেস্ক: ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করতে আগামীকাল বুধবার বন্দর নগরী চট্টগ্রাম আসছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করবেন জনসভাও। এই উপলক্ষে চট্টগ্রমে উৎসবের আমেজ দেখা দিয়েছে। চলছে শো ডাউন। আগামী নির্বাচনে দলের মনোনয়ন নিশ্চিত করতে অনেক নেতারা শো ডাউন করছে। নিজেদের সাংগঠনিক ক্ষমতা জনপ্রিয়তা এসব দেখাতেও ব্যস্ত নেতারা। দেশের বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত এই এলাকার মানুষের জন্য এ সব উন্নয়ন প্রকল্প। বুধবার সকালে চট্টগ্রামের বিএনএ এবং ঈসা খান প্যারেড গ্রাউন্ডে বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োগিত জনসভায় বক্তব্য দেবেন। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভার আগে চট্টগ্রামবাসীকে উপহার দেবেন ৪১টি উন্নয়ন প্রকল্প। পাশাপাশি ভোট চাইবেন নৌকার জন্য।

যে সব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উদ্বোধন: মুরাদপুর, ২ নং গেইট ও জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ (আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার); চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন; কালুরঘাট-মনসারটেক জাতীয় মহাসড়কে (এন-১০৭) ৮ কি.মি. এ ৮১.৯৮ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতু (মিলিটারী সেতু); পটিয়া-চন্দনাইশ-বৈলতলী সড়কের (জেড-১০৩৯) ১৭তম কি.মি. এ ৩৪৮.১২ মিটার দীর্ঘ খোদারহাট সেতু; বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, কোতয়ালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন; হাজেরা তজু ডিগ্রী কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন; খলিল মীর ডিগ্রী কলেজ, পটিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন; পশ্চিম বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন; হেয়াকো বনানী কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন; রাঙ্গুনিয়া মহিলা কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন; প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, মিরসরাই, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন; নাজিরহাট মাইজভান্ডার সড়ক; শেখ রাসেল ভাস্কর্য ও শেখ রাসেল মঞ্চ, দক্ষিণভূর্ষি, পটিয়া, চট্টগ্রাম। এছাড়া আরও বেশকিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top