কুড়িগ্রাম জাতীয় রংপুর লাইফ স্টাইল শিক্ষাঙ্গন

সাহায্যের আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলা হলোখানা ইউনিয়নে মাদাজাল ফাড়া গ্রামের হোটেল শ্রমিক মোঃ হাফিজুর রহমানের পুত্র দাসের হাট মডেল হাই স্কুল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ লতিফুর রহমান রোল নং -০১। তার লেখা-পড়া ও জীবনমান উন্নয়নের জন্য অনেক টাকার প্রয়োজন। অর্থ সংকটে তার পরিবারের পক্ষে লেখা-পড়ার ও জীবন মান উন্নয়নের ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। নিরূপায় হয়ে তারা সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। বিকাশ নম্বর ঃ ০১৮৪৫৫৯৮৮৩১