সকল মেনু

১২ বছরের সেই কাফনের কাপড় আর সেই অক্ষত লাশ

নগরকান্দা প্রতিনিধি: আশ্চর্য হলে ও সত্য। ১২ বছরের পুরোনো কবর ভেঙ্গে যাওয়ায় দেখা গেলো সেই কাফনের কাপড় আর সেই অক্ষত লাশ। ঘটনাটা ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দ পুর গ্রামের কবরস্থানে। সরেজমিনে গিয়ে দেখাগেছে গোরস্থানের পাশে বিশাল গভীর পুকুর, তার পাড়ে এই কবরটি। পুকুরের পাড় ভাংতে ভাংতে কবরটি আংশিক ভেঙ্গ পড়েছে। তাই লাশটি এলাকার লোকজনের চোখে পড়ে। এলাকার কয়েকজন প্রবিণ লোকদের সাথে আলাপ করে জানা যায় উক্ত কবরটি প্রায় ১২ বছর আগে বিলগোবিন্দপুর গ্রামের নুর উদ্দিন শেখ নামে ঐ স্থানে দাফন করা হয়েছিল। এবং এই এলাকার মধ্যে উনি ছিলেন সবচেয়ে লম্বা এবং সুদাম দেহের অধিকারী। তাই লাশ এবং স্থান দেখে সকলের ধারনা করছেন এটা নুর উদ্দিন শেখের লাশ। ঘটনাটি লোকজনের চোখে পড়ে গত বৃহস্পতিবার। আজ ৩ ফেব্রুয়ারী ২০১৮ শনিবার সকালে এলাকার লোকজন কবরটি মাটি দিয়ে ঢেকে রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top