কুড়িগ্রাম জাতীয় রংপুর রাজনীতি সারাদেশ

জলঢাকায় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন অধ্যাপক গোলাম মোস্তফা এম পি

মঈন উদ্দীন শিরিন জলঢাকা প্রতিনিধিঃ “উন্নয়নের রোল মডেল,শেখ হাসিনার বাংলাদেশ”নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নীলফামারী-৩ সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ।বৃৃৃহস্পতিবার দুপুর ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উন্নয়ন মেলা ৩ দিনব্যাপী চলবে।এ উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক গোলাম মোস্তফা এম পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের,উপঃ স্বাস্থ্য কর্মকর্তা জেড এ সিদ্দিকি প্রমুখ। মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,জলঢাকা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারগন, সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বস্থরের সুশিল সমাজ। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের প্রদর্শন করা হয়।