সকল মেনু

ইঞ্জিনিয়ার্স কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ

হটনিউজ ডেস্ক: কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ২০১৭ সালের ৩য় রিক্রুট ব্যাচের ৩৭৪ জনের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড আজ  অনুষ্ঠিত হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রধান সম্বনায়ক মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। রিক্রুট মোঃ রাশেদুল ইসলাম সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হবার গৌরব অর্জন করেন।কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্যে সমাপনী ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, কাদিরাবাদ সেনানিবাসের সকল স্তরের সামরিক সদস্যগণ ও তাদের পরিবারবর্গ, নবীন সৈনিকের অভিভাবকগণ এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্যারেড উপভোগ করেন।উল্লেখ্য, ‘ইঞ্জিনিয়ার্স’ কোরের এই রিক্রুট ব্যাচে ৩৭৪ জন রিক্রুট ছয় মাসের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ‘ইঞ্জিনিয়ার্স’ কোরে সৈনিক হিসেবে যোগদান করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top