সকল মেনু

চিরিরবন্দরে  চাষীদের উৎপাদন উপকরন বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল মৎস্য ও প্রাণিসম্পদ চাষীদের মাঝে উপকরন বিতরণ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট দিনাজপুর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৬০ জন ফসল চাষীকে এক কেজি সরিষার বীজ টিএসপি ২০ কেজি ও এমওপি ১০ করে ৮৪ জন প্রাণিসম্পদ চাষীকে ৫০০ গ্রাম করে ও ২০ জন মৎস্য চাষীকে ২৫ কেজি করে মাছের খাদ্য ও ২০ কেজি করে চুন বিতরণ করা হয়। এসময় দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা দিনাজপুর মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক শাহ ইমাম জাফর সাদেক দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ আকন্দ মৎস্য কর্মকর্তা মোছাঃ কামরুন নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top