সকল মেনু

ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থার দাবীতে মানব বন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে বিক্ষোভ, মানব বন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানব বন্ধন শেষে নদের পাড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, গত এক বছরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙ্গনে যাত্রাপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়েছে।

ভাঙ্গনের মুখে পড়েছে জেলার ঐতিহ্যবাহী যাত্রাপুরহাট, ৫ শতাধিক ঘর-বাড়িসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা নিতে একাধিক বার সংশিষ্ট বিভাগে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত ভাঙ্গন রোধে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top