সকল মেনু

ঢাবির ভিসি নিয়োগে বিতর্ক থাকলেও আইনের ব্যত্যয় ঘটেনি: শিক্ষামন্ত্রী

হটনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক থাকলেও আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতাবলে আইনি প্রক্রিয়া মেনে সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন। এটি রাষ্ট্রপতি করতে পারেন। সংবিধানে এ ক্ষমতা তাকে দেওয়া আছে। তিনি ভারপ্রাপ্ত ভিসি নিয়োগ দেননি। একজন উপ-উপাচার্যকে সাময়িকভাবে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।’মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভিসি নিয়োগ প্যানেল আদালত স্থগিত করেছে তারপরও কিভাবে ভিসি নিয়োগ করা হলো-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন,‘নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। তবে আইনের ব্যত্যয় ঘটেনি। রাষ্ট্রপতি এটি করতে পারেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top