সকল মেনু

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও আশার উদ্যোগে মেডিক্যাল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। মঙ্গলাবার জেলা সদরের পুরাতন ষ্টেশন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌর সভার মেয়র আব্দুল জলিল, এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের এফ এ ও মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র জেলা ব্যবস্থাপক মতিয়ার রহমান, জেলা ব্যবস্থাপক আব্দুল রশিদ প্রমূখ।এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও ৫শ’ পরিবারের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন ধরনের ঔষুধ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top