সকল মেনু

সাত খুন মামলার পিপির মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার নিম্ন আদালতের সরকারি আইনজীবীর (পিপি) মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার নাম মায়েশা ওয়াজেদ প্রাপ্তি (১৬)।

আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

প্রাপ্তির বাবা এস এম ওয়াজেদ আলী স্বপন নারায়ণগঞ্জের জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায়  সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন। গত জানুয়ারি মাসে মামলার রায়ে প্রধান চার আসামি সাবেক কমিশনার নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা সাঈদ তারেক, আরিফ, রানাসহ ২৬ জনের মৃত্যুদণ্ড ও নয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। গতকাল বুধবার হাইকোর্টে আপিলের রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং ১১ জনের মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়।

ওয়াজেদ আলী স্বপন ঢাকাটাইমসকে জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে কোচিং সেন্টার থেকে বের হয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয় তিন-চারজন যুবক তাকে এসে বলে ‘তোমার বাবা খুব ভালো কাজ করেছে, তোমাকে মিষ্টি খাওয়ানো উচিত।’ কিন্তু প্রাপ্তি মিষ্টি খেতে না চাইলে তারা জোর করে তার মুখে মিষ্টি ঢুকিয়ে দেয়। এরপর তারা প্রাপ্তিকে পানি পান করালে তার বুকে জ্বালা শুরু হয়।

প্রাপ্তির বাবা বলেন, পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে অসুস্থ অবস্থায় রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার পাকস্থলি ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় বলে জানান তিনি।

প্রাপ্তি স্থানীয় একটি ইংলিশ মিডিয়ামে এ-লেভেলের ছাত্রী। সে তার মামার মালিকানাধীন টিউটোরিয়াল কোচিংয়ে পড়ে। প্রাপ্তি বাবা-মায়ের সঙ্গে নারায়ণগঞ্জের চাষাঢ়ার কলেজ রোডের ৪২ নম্বর বাড়িতে থাকে।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রাপ্তির পাকস্থলি ওয়াশ করা হয়েছে। তার অবস্থা এখন শঙ্কামুক্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top