সকল মেনু

‘বঙ্গবন্ধুকে কটাক্ষ করার ধৃষ্ঠতা দেখিয়েছেন প্রধান বিচারপতি’


সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্ঠতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক মন্তব্য করা হয়েছে।’

তিনি বলেন, ‘যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে তা পুনর্বিবেচনা করেন। যদি কোনো দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট দেখা দেয়, তাহলে সে দেশ কিন্তু প্রলয়ঙ্করী বিপদের মধ্যে পড়ে। বাংলার জনগণের শেষ আশ্রয়স্থল বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হোক বাংলার জনগণ তা চায় না।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরো দুই মেয়াদে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ।
‘বঙ্গবন্ধুকে কটাক্ষ করার ধৃষ্ঠতা দেখিয়েছেন প্রধান বিচারপতি’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্ঠতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক মন্তব্য করা হয়েছে।’

তিনি বলেন, ‘যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে তা পুনর্বিবেচনা করেন। যদি কোনো দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট দেখা দেয়, তাহলে সে দেশ কিন্তু প্রলয়ঙ্করী বিপদের মধ্যে পড়ে। বাংলার জনগণের শেষ আশ্রয়স্থল বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হোক বাংলার জনগণ তা চায় না।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরো দুই মেয়াদে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top