সকল মেনু

অনুমতি ছাড়া ৫৭ ধারায় মামলা করতে দেবে না আ. লীগ

কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় মামলা করতে পারবেন না।

সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নেতা জানান, খুব দ্রুত এক বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা এম আবদুল্লাহর দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে অনেককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

৫৭ ধারায় করা মামলায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইলের তিন সাংবাদিককে গত বছর আগস্টে অফিস থেকে গ্রেপ্তার করা হয়। কোমরে রশি বেঁধে তাঁদের জেলে পাঠানো হয়। সর্বশেষ ৫৭ ধারায় মামলার কারণে জেলে যেতে হয়েছে খুলনার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top