সকল মেনু

বিদেশে আরো ৭ মিশনের প্রস্তাব অনুমোদন


বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিদেশে নতুন আরো বাংলাদেশি ৭ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

শফিউল আলম বলেন, বিদেশে স্থাপিত ১৭টি বাংলাদেশ মিশন স্থাপনের বিষয়ে ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া নতুনভাবে আরো ৭টি বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নতুন যে মিশনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে সেগুলো হলো- আফগানিস্তানের কাবুল, সুদানের হাততুম, সিয়েরা লিওনের ফ্রিটাউন, হাঙ্গেরির বুদাপেস্ট, ভারতের চেন্নাই, অস্ট্রেলিয়ার সিডনি এবং কানাডার টরেন্টো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top