সকল মেনু

শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার

Gold bars

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। রবিবার সকালে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে এক যাত্রীর কাছ থেকে ২৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ নং ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার প্রায় মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ব্যাপারে বেলা ১১টায় বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটের যাত্রী মো. জামিল আক্তারের কাছ থেকে জব্দ করা হয় প্রায় ২৫ কেজি ওজনের ২৫০টি স্বর্ণের বার। তিনি রোগী সেজে হুইল চেয়ারে করে ফিরছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top