সকল মেনু

দুর্গাপুরে বিতর্ক প্রতিযোগিতা

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: দুর্গাপুরে বৃহস্পতিবার বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াইডব্লিওসিএ‘র ইয়াং উইমেন লিডিং চেইঞ্জ কর্মসূচী আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় মিলনায়তনে শারদী মৌরসী ঘাগ্রা‘র সঞ্চালনায় প্রধান শিক্ষিকা সুরভী মান্দার সভাপতিত্বে ‘‘শুধুই সচেতনতা নয়, আইনের কঠোর ব্যবস্থা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য যথেষ্ট’’ এ প্রতিপাদ্যে পক্ষে বিপক্ষে নবম ও দশম শ্রেনীর ৬জন প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, ওয়াইডব্লিওসিএ‘র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা। বিতর্ক শেষে শ্রেষ্ট বক্তা হিসেবে বিপক্ষ দলের দশম শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তারকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top